2018-07-05, নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদের নামে বেসরকারি অলাভজনক ও দাতব্য সংস্থা হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে ‘কিউকে আহমদ ফাউন্ডেশন’।
রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ ভবনে বৃহস্পতিবার এর উদ্বোধনী অনুষ্ঠান হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।
তিনি বলেন, “দেশবরেণ্য অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমানের নামে যে ফাউন্ডেশন আজ যাত্রা শুরু করল, তা ভবিষ্যতে অনেক দূর যাবে। দেশের মানুষের, বিশেষ করে তরুণ প্রজন্মের মূল্যবোধের অবক্ষয় রোধ, পিছিয়ে পড়া জনগোষ্ঠির ভাগ্যোন্নয়নে এই প্রতিষ্ঠান বিশেষ ভূমিকা পালন করবে।”
তৃণমূল পর্যায়ে আর্থসামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখায় অনুষ্ঠানে দুইজন তরুণকে সম্মাননা দেওয়া হয়।
এরা হলেন কানিজ ফাতেমা ছন্দা ও মো. আরিফুল ফোরকান। তাদের হাতে সম্মাননা স্মারক ও ৫০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।
নারীদের সাইকেল চালনা শেখানো ও এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য কানিজ ফাতেমা ছন্দা এবং নারীদের মাসিক স্বাস্থ্যসচেতনতা সৃষ্টি ও সুলভে স্যানিটারি ন্যাপকিন ‘সখীপ্যাড’ বাজারজাত করায় আরিফুল ফোরকানকে সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্র্যাকের ভাইস চেয়ারপার্সন আহমেদ মোশতাক রাজা চৌধুরী, পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল করিম, গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য গোলাম সামদানি ফকির ও বেসরকারি টেলিভিশনচ্যানেল ২৪ এর প্রধান নির্বাহী মেজর জেনারেল (অব.) জীবনকানাই দাস এবং ধন্যবাদ জ্ঞাপন করেন কিউকে আহমদ ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ।
News Source: https://bangla.bdnews24.com/bangladesh/article1515092.bdnews