নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম (০৭-০৫-২০১৭)
বাজেটসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে মানুষের জীবনমানের উন্নতির বিষয়টিকে প্রাধান্য দেওয়া উচিত হলেও এখন তা হচ্ছে না বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ কাজী খলিকুজ্জামান আহমেদ।
শনিবার রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ অর্থনীতি সমিতি মিলনায়তনে ‘ট্যারিফ স্ট্রাকচার অব বাংলাদেশ অ্যান্ড সেক্টরওয়াইজ অ্যালোকেশন অব ন্যাশনাল বাজেট’ শীর্ষক সভায় সম্মানিত অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন-পিকেএসএফের চেয়ারম্যান খলিকুজ্জমান বলেন, “বাজেট ও অন্যান্য উন্নয়ন কর্মকাণ্ডে মানুষকে প্রাধান্য দেওয়া উচিত। দেশের মানুষ কতটুকু লাভবান হবে, তাদের জীবনমানের কেমন উন্নয়ন হবে তা বিবেচনায় রাখা জরুরি। কিন্তু বর্তমানে মনে হয় মানুষের চেয়ে প্রকল্পই প্রধান হয়ে উঠছে।”
ইকোনমিক রিপোর্টারস ফোরাম (ইআরএফ) ও ঢাকা স্কুল অব ইকোনমিকস (ডিএসসিই) যৌথভাবে এ সভার আয়োজন করে।
স্কুল অব ইকোনমিকসের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. কাজী খলিকুজ্জামান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বাজেট প্রস্তুতি বিষয়ে দুটি, বাস্তবায়নের উপর একটি এবং ট্যারিফের উপর একটি প্রবন্ধ উপস্থাপন করা হয়।