Bangla News Paper Daily “ManobKantha” publiesed a news about “Dr. QK Ahmad distribution of worm clothes among Sylhet’s slum children”.
(News in Bengali) শনিবার ২৭ ডিসেম্বর ২০১৪: সিলেটে যমযম চ্যারিটেবল ট্রাস্ট ইউকে-এর উদ্যোগে বস্তির শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেছেন, আমাদের দেশের একটি অংশ বস্তিবাসী। শীতের দিনে এদের অবস্থা খুবই দুঃখজনক। বাংলাদেশের অর্জন যেমন রয়েছে তেমনি সমস্যাও অনেক রয়েছে। সব সমস্যা চিহ্নিত করে সমাধান করতে হবে।
এ সমস্যা সমাধানে প্রাতিষ্ঠানিক উদ্যোগসহ ব্যক্তিগত উদ্যোগের সমন্বয়ে কাজ করতে হবে। এজন্য সবাইকে সৎ উদ্দেশ্য নিয়ে সৎ ভাবে কাজ করতে হবে। তিনি গতকাল শুক্রবার সকালে সিলেট নগরীর উপশহরের তের রতন এলাকায় যমযম চ্যারিটেবল ট্রাস্ট ইউকে-এর উদ্যোগে বস্তির শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
তিনি আরো বলেন, প্রত্যেককে মানবাধিকারের মূল বিষয়গুলো জানাতে হবে। প্রত্যেককে পরিষ্কার পরিচ্ছন্নতার ওপর জোর দিতে হবে। কেননা, ভারতের প্রধানমন্ত্রী ঝাড়– দিয়ে পরিচ্ছন্নতার ওপর জোর দেয়া শুরু করেছেন। এ দেশের বড় সমস্যা হলো স্যানিটেশন। মাতৃমৃত্যুর হার আগের চেয়ে এদেশ থেকে অনেক কমেছে। প্রতিবন্ধীদের মধ্যে ৯০ শতাংশ স্কুলে যায় না। এজন্য সমাধানের পথ খুঁজতে হবে।
যমযম চ্যারিটেবল ট্রাস্ট ইউকে-এর সভাপতি মইনুদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন ট্রাস্টের নির্বাহী পরিচালক রোটারিয়ান মাহবুব সোবহানী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক এমএ করিম, উপব্যবস্থাপনা পরিচালক ড. জসিম উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. জাহেদা আহমদ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ এম. আতাউর রহমান পীর, সিলেট গ্র্যামার স্কুলের প্রিন্সিপাল সিরাজুল ইসলাম ফারুক, লিডিং ইউনিভার্সিটির ডিন অধ্যাপক ড. তোফায়েল আহমদ, সিলেট সিটি কর্পোরেশনের ১৮নং ওয়ার্ড কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জল প্রমুখ।
Source: http://www.manobkantha.com/2014/12/27/205096.html , 27 December 2014